‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যু: হৃদরোগ না কি অন্য কিছু?

জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪২ বছর। তবে এই আকস্মিক মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শেফালির চিকিৎসক জানিয়েছেন, তিনি গত ৫-৬ বছর ধরে অ্যান্টি-এজিং চিকিৎসা নিচ্ছিলেন এবং নিয়মিত ভিটামিন সি ও গ্লুটাথায়ন সেবন করতেন।

তবে চিকিৎসকের দাবি, এই ওষুধগুলোর সঙ্গে হৃদরোগের কোনো সরাসরি সম্পর্ক নেই। মুম্বই পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারী দল। ইতিমধ্যে শেফালির স্বামী পরাগ ত্যাগীসহ পরিবারের চারজনের বয়ান রেকর্ড করা হয়েছে।

শেফালির মৃত্যুতে বলিউড ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আকস্মিক প্রস্থান ভক্তদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করেছে।

About The Author