কলকাতা: মহালয়ার আগের দিন পুজোর প্যান্ডালের উদ্বোধন করে এমনিতেই কুনজরে পড়ে গিয়েছিলেন, তারপর মাথায় জড়ালেন কাপড়। ব্যস, আর কি! সুযোগ হাতছাড়া করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর দাবি, পিতৃপক্ষ চলাকালীন কোনও উৎসব শুরু করা শাস্ত্রবিরুদ্ধ এবং মুখ্যমন্ত্রী এই কাজটি করেছেন ইচ্ছাকৃতভাবে, শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে।
তিনি বলেন, “মহালয়ার আগে দুর্গাপুজোর উদ্বোধন করা অজ্ঞতা নয়, এটা পরিকল্পিত হিন্দু বিদ্বেষ।” তাঁর মতে, এই সময়টি শ্রাদ্ধ ও সংযমের, নতুন কিছু শুরু করা অশুভ বলে ধরা হয়। তাই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অসম্মান।
এছাড়াও দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়েও শুভেন্দু অভিযোগ তোলেন যে, মুখ্যমন্ত্রী প্রসাদের নামে মিষ্টি বিতরণ করে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন।
যদিও তৃণমূল সূত্রে জানা গেল, বৃষ্টির জন্য মাথা বাচাতে মুখ্যমন্ত্রী হয়ত ওইভাবে কাপড় মাথায় দিয়েছিলেন আর সেই নিয়ে কটাক্ষ করার আর মানুষকে ভুল বোঝানোর সুযোগ পেয়েছেন শুভেন্দু।