মহিলারা পাবেন ৪২০০! লক্ষ্মীর ভাণ্ডারে সাফল্য দেখে আরও বড় ঘোষণা সরকারের, কোথায় মিলছে এই সুবিধা?

এবারের লোকসভা নির্বাচনে বাংলায় কার্যত সবুজ ঝড় ওড়াল তৃণমূল কংগ্রেস। নেপথ্যে লক্ষ্মীর ভান্ডারের সাফল্য বলছেন রাজনৈতিক মহল। মনে করা হচ্ছে, বিজেপিকে বাংলায় পেছনে টেনে আনার ব্যাপারে সবথেকে বেশি সাহায্য করেছে রাজ্য সরকারের এই প্রকল্প। আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১ হাজার টাকা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই পথেই এবার হাঁটছে ওড়িশার রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে সেখানে চালু হচ্ছে সুভদ্রা যোজনা।

মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের ব্যবসা করার জন্য প্রতি মাসে ৪,২০০ টাকা করে দেবে রাজ্য সরকার। বাংলায় তৃণমূল সরকারের আদলে এবার মহিলাদের মন জয় করার পথেই হাঁটলেন ওড়িশার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সেখানে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক জমানার অবসান ঘটিয়ে সদ্য ক্ষমতায় এসেছে বিজেপি। মোহন চরণ মাঝি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে নবগঠিত বিজেপি সরকার। রাজ্যের মহিলাদের জন্যও দারুন উদ্যোগ নেওয়া  হয়েছে। মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে এবং স্বনির্ভর করে তুলতে ‘সুভদ্রা যোজনা’ নামের প্রকল্প শুরু করছে ওড়িশা সরকার। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাকে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

About The Author