তুফানগঞ্জ: গত কদিন ধরে ফের জ্বালাপোড়া গরম উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাগুলি গত কয়েকদিন ধরে গরমের ‘মারাত্মক ছ্যাকা’ টের পাচ্ছেন আমজনতা। সঙ্গে আর্দ্র আবহাওয়া।
এই অস্বাভাবিক গরমে ছোট ছোট স্কুল পড়ুয়াদের মধ্যে অসুস্থতার ঘটনা বাড়ছে। কোথাও নাক দিয়ে রক্ত পড়া, কোথাও মাথা ঘোরা—শারীরিক অস্বস্তির নানা লক্ষণ দেখা যাচ্ছে শিশুদের মধ্যে। কলকাতার আবহাওয়ার ভিত্তিতে রাজ্যজুড়ে গরমের ছুটির সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থেকে সরে আসার সময় এসেছে। দাবি উত্তরের বিধায়কের।
জুলাইয়ের দাবদাহ পরিস্থিতিতে তুফানগঞ্জের স্কুল শিক্ষক তথা কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একটি চিঠি লিখে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, “গত কয়েকদিন ধরে এই অসহনীয় আবহাওয়ায় স্কুলে আসা ছাত্রছাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তাঁর স্কুলেও ১০-১২ জন অসুস্থ হয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ স্কুলেই একই অবস্থা।”
বিধায়ক ওরাও আরও জানান, কলকাতার আবহাওয়ার ভিত্তিতে রাজ্যজুড়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থেকে সরে আসার সময় এসেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি শিক্ষামন্ত্রী দ্রুত ব্যবস্থা না নেন, তবে বিষয়টি তিনি বিধানসভায় তুলবেন।”