Rajganj: পাচারের আগেই কোটি টাকার চোরাই কাঠ উদ্ধার, গ্রেপ্তার ৩

অন্য রাজ্যে পাচারের আগেই দুটি ট্রাক আটকে কোটি টাকার চোরাই কাঠ উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। এই ঘটনায় গ্রেপ্তার ৩ হরিয়ানার বাসিন্দা। রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে গোটা ঘটনার হদিস হয়েছে বলে খবর।

গোপন সূত্রে খবর পেয়ে আসাম থেকে কলকাতাগামী দুটি লরি থেকে কোটি টাকার চোরাই কাঠ উদ্ধার করল বনদপ্তর। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।

ধৃতদের নামগুলি হল, ওয়াসিম খান (২২), মুসতাকিম খান (১৮) এবং নাসিম খান (২২)। এরা প্রত্যেকেই হরিয়ানার বাসিন্দা। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি থেকে কাঠগুলি উদ্ধার করা হয়।

বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় ১ কোটি টাকা। কাঠগুলি অসম থেকে কলকাতা হয়ে ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

About The Author