ভারতের টেলিকম বাজারে ঢুকে পড়ছে ইলন মাস্কের স্টারলিঙ্ক। এয়ারটেলের সঙ্গে এই নিয়ে চুক্তিও করে ফেলেছে সংস্থাটি।
এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, ভারতের গ্রাহকদের জন্য স্পেসএক্স-এর সঙ্গে চুক্তি করে স্টারলিঙ্কের হাইস্পিড বা অতি দ্রুত ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে খুব শীঘ্রই। ইতিমধ্যেই, ১০০টি-রও বেশী দেশে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দিচ্ছে ইলন মাস্কের ‘স্টারলিঙ্ক’। বলাই বাহুল্য, মাস্ককে পাশে পেয়ে এয়ারটেল এবার ভারতে তাদের সবচেয়ে বড় প্রতিযোগী মুকেশ আম্বানির জিও টেলিকম-কে হারাতে ঝাঁপাবে।
Airtel announces an agreement with @SpaceX to bring Starlink’s high-speed internet services to its customers in India. This is the first agreement to be signed in India, which is subject to SpaceX receiving its own authorizations to sell @Starlink in India. It enables Airtel and… pic.twitter.com/5MxViKxh9C
— Bharti Airtel (@airtelnews) March 11, 2025
‘স্টারলিঙ্ক’কে পাশে পেয়ে দুর্গম অঞ্চলে ইন্টারনেট পরিষেবা দিতে সুবিধা হবে এয়ারটেলের। মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা করেছে ভারতীয় টেলিকম সংস্থা।
ইতিমধ্যেই, মহাকাশে রেকর্ড সংখ্যক স্পেসএক্সের রকেটের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্টারলিঙ্ক এমন সব জায়গায় দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিতে পারে যা দুনিয়ার প্রায় কোনও সংস্থাই পারে না। কারণ স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা পুরোপুরি স্যাটেলাইট নির্ভর হওয়ায় দুনিয়ার যে কোনও জায়গায় নিরবিচ্ছিন্ন ও দ্রুত পরিষেবা দিতে পারে স্টারলিঙ্ক।