থালাপতি বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু, জনসমাগমে বিপর্যয়। তদন্তের দাবি।
তামিলনাড়ুর করুর জেলায় থালাপতি বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-এর রাজনৈতিক সভায় পদপিষ্ট হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু। শনিবার দুপুরে বিজয়ের আগমন ঘিরে বিপুল জনসমাগম হয়, প্রায় ৩০,০০০ মানুষ জমায়েত হন বলে জানিয়েছে পুলিশ। বিজয় নির্ধারিত সময়ের চেয়ে ছয় ঘণ্টা পরে সভাস্থলে পৌঁছান, ফলে জনতার চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
হঠাৎই একাংশ দর্শক অজ্ঞান হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং শুরু হয় হুড়োহুড়ি। এই বিশৃঙ্খলার মধ্যেই পদপিষ্ট হয়ে প্রাণ হারান বহুজন। ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন শোক প্রকাশ করে দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন।
এর আগেও বিজয়ের সভায় অতিরিক্ত ভিড় নিয়ে প্রশ্ন উঠেছিল। আদালত ও পুলিশ একাধিক সতর্কতা জারি করলেও তা উপেক্ষিত হয়। এবারকার দুর্ঘটনা TVK-এর জনসমর্থন প্রদর্শনের কৌশল ও প্রশাসনিক প্রস্তুতির ঘাটতি নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।