SSC Exam: ৫ লক্ষ ৮৩ হাজার প্রার্থী, ৩৫ হাজার শূন্যপদ! রাত পোহালেই শিক্ষক নিয়োগের পরীক্ষা

৫ লক্ষ ৮৩ হাজার প্রার্থী, ৩৫ হাজার শূন্যপদ—শিক্ষক নিয়োগে তীব্র প্রতিযোগিতার লড়াই

কলকাতা: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষায় এবার বসছেন প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার প্রার্থী। অথচ শূন্যপদের সংখ্যা মাত্র ৩৫,৭২৬। নবম-দশম শ্রেণির জন্য রয়েছে ২৩,২১২টি পদ, একাদশ-দ্বাদশের জন্য ১২,৫১৪টি। ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই দুই স্তরের পরীক্ষা।

২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে ফের শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যে ১,৮০৬ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কমিশন। সংরক্ষণের নিয়ম মেনে OBC শ্রেণির জন্য সংরক্ষিত রয়েছে প্রায় ১৭% পদ।

 কী নিয়ে যাওয়া যাবে না:

  • মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ট্যাব, হেডফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস
  • ঘড়ি—ডিজিটাল বা অ্যানালগ, উভয়ই নিষিদ্ধ
  • ক্যালকুলেটর, লগ টেবিল, বই, কাগজ বা অননুমোদিত স্টেশনারি
  • ব্যাগ, পাউচ বা অস্বচ্ছ ফোল্ডার এসবের মধ্যে কিছু পাওয়া গেলে পরীক্ষা বাতিল হবে সঙ্গে সঙ্গে

 কী নিয়ে যাওয়া যাবে:

  • স্বচ্ছ বোতলে জল
  • নীল বা কালো কালির স্বচ্ছ কলম
  • প্রভিশনাল অ্যাডমিট কার্ড
  • আসল পরিচয়পত্র (ভোটার কার্ড/আধার/পাসপোর্ট)
  • উপরের সব কাগজপত্র স্বচ্ছ ফোল্ডারে রাখতে হবে

সময়:

  • পরীক্ষা শুরু: দুপুর ১২টা
  • শেষ: দুপুর ১টা ৩০ মিনিট
  • গেট বন্ধ: সকাল ১১টা ৪৫ মিনিট
  • উপস্থিত থাকতে হবে: সকাল ১১টার মধ্যে। ১১টা ৪৫-এর পর কেউ ঢুকতে পারবেন না, কোনও অজুহাত চলবে না

About The Author