কলকাতা: SSC মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতার।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার দুপুরে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন তাঁরা। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী।
একই দিনে আত্মসমর্পণ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যও। মামলায় অভিযুক্ত আরও অনেকে জামিন চেয়েছেন, যদিও সিবিআই সেই আবেদনগুলির বিরোধিতা করেছে।
সম্প্রতি নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সব মিলিয়ে চারটি চার্জশিটে ৭৫ জনকে আদালতে ডেকে পাঠানো হয়েছে। অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে এসএসসি-র ‘দাগি অযোগ্যদের’ তালিকায়।
তাঁর বেআইনি নিয়োগের বিরুদ্ধে মামলা করেছিলেন চাকরিপ্রার্থী ববিতা সরকার, যিনি পরে আদালতের নির্দেশে চাকরি ও বেতন পান। যদিও পরবর্তীতে তাঁরও চাকরি বাতিল হয় এবং শেষমেশ অনামিকা রায় ওই পদে নিযুক্ত হন—যার চাকরিও বাতিল হয়ে যায় ২৬ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্তে।
সিবিআইয়ের দাবি, প্রতিটি মামলার চরিত্র আলাদা এবং এই দুর্নীতি সমাজে গভীর প্রভাব ফেলেছে। শেষ চার্জশিটে নতুন নাম না থাকলেও রয়েছে কণ্ঠস্বর নমুনা-সহ গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ।

