হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষিকার কাজ হারিয়েছেন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী। শিক্ষকতা করেছেন প্রায় সাড়ে তিন বছর। এই সময়কালে প্রায় ১৬ লক্ষ টাকা বেতন পেয়েছিলেন অঙ্কিতা, তার পুরোটাই দুই কিস্তিতে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোচবিহারের মেখলিগঞ্জে বাড়ি থেকে হাটা পথ দূরত্বে ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন অঙ্কিতা। জানা গিয়েছে, অঙ্কিতা প্রায় ৪১ মাস ওই স্কুলে শিক্ষকতা করেছেন। স্কুল সূত্রে খবর, চাকরির শুরুতে অঙ্কিতার বেতন ছিল ৩৮,৬০০ টাকা। চলতি বছরের এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ৪৭,০৫৬ টাকা। গত ৪১ মাসের হিসাবে অঙ্কিতার বেতনের অঙ্ক কম করেও ১৬ লক্ষ টাকা।
২০১৮ সালের ২৪ নভেম্বর ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দিয়েছিলেন অঙ্কিতা। তিনি চাকরি করেছেন চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত। বিচারপতির নির্দেশে গত ৪১ মাস ধরে অঙ্কিতা যা বেতন পেয়েছেন, তা দুই কিস্তিতে হাই কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা করতে হবে মন্ত্রীকন্যাকে। প্রথম কিস্তি দিতে হবে আগামী ৭ জুন এবং দ্বিতীয় কিস্তি দিতে হবে আগামী ৭ জুলাই। যদিও, এখনও শিক্ষা দফতর থেকে অঙ্কিতার স্কুলে কোনও নির্দেশিকা পাঠানো হয়নি বলেই খবর স্কুল সূত্রে। তবে যে কোনও মুহূর্তে এই নির্দেশিকা চলে আসতে পারে, এই ভেবে আগেভাগেই সব প্রক্রিয়া সেরে রাখছেন তাঁরা।