দুই-একটি প্রশ্নের উত্তর দিয়ে বিপুল নম্বর! আরও ৪০ ‘ভুয়ো’ শিক্ষকের তালিকা প্রকাশ

আরও ৪০ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ্যে আনল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৮৩ জনের শিক্ষকতার চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আরও ৪০।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের ‘ভুয়ো’ শিক্ষকদের তালিকা প্রকাশ্যে আনল এসএসসি। ৪০ জনের সকলেই নবম-দশম শ্রেণিতে শিক্ষক-শিক্ষিকা হিসেবে চাকরি করছিলেন। তাদের রোল নম্বর, ওএমআর শিট (উত্তরপত্র) এবং মার্কশিট প্রকাশ্যে আনা হয়েছে। অভিযোগ, দুই-একটি মাত্র প্রশ্নের উত্তর লিখে অনেক বেশি করে নম্বর পেয়েছেন প্রত্যেকে। গত শুক্রবার প্রকাশিত তালিকায় ১৮৩ জনের অনেকেকেই বেআইনিভাবে সুপারিশের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল বলে দাবি। তাদের মত এরাও একটি-দুটি প্রশ্নের উত্তর দিয়েও বিপুল নম্বর পেয়েছিলেন।

২০১৬ সালে স্টেট লেভেল সিলেকশন টেস্ট দিয়ে এরা চাকরি পেয়েছিলেন। যা নিয়ে ব্যপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সিবিআই আদালতের নির্দেশে এই নিয়োগ দুর্নীতির তদন্ত করছে। তদন্তে দেখা গিয়েছে মাত্র একটি-বা দুটি প্রশ্নের উত্তর দিয়েও অনেকে ৫০ এর বেশি নম্বর পেয়েছেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ৪০ জনের সবিস্তার তথ্যের তালিকা প্রকাশ করতে হবে। মঙ্গলবার প্রকাশ্যে আনল এসএসসি।

About The Author