অযোগ্য অন্তত ৫-৬ হাজার! ‘সুপ্রিম কোর্টকে ভাঁওতা দিচ্ছে রাজ্য!’ SSC-র লিস্ট নিয়ে বিস্ফোরক অভিজিৎ

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য তালিকা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, তালিকায় মাত্র ১৮০৬ জনের নাম থাকলেও প্রকৃত অযোগ্যদের সংখ্যা অন্তত ৫-৬ হাজার। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্বচ্ছতা রক্ষা হয়নি, বরং “ভাঁওতা দেওয়া হয়েছে” বলেই অভিযোগ তাঁর।

তিনি স্পষ্ট করে বলেন, “ওএমআর শিটে নম্বর বদল, পরীক্ষায় না বসেও চাকরি, মেয়াদ উত্তীর্ণ তালিকা থেকে সুপারিশ—এসব দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও অনেকের নাম নেই।” এমনকি যেসব শিক্ষক-শিক্ষিকা দাগি তালিকায় রয়েছেন, তাঁদের স্কুলের নামও প্রকাশ করা হয়নি। তাঁর মতে, এই তালিকা নির্ভরযোগ্য নয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশের অপমান।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও দাবি করেন, ভবিষ্যতে যাতে এমন দুর্নীতি না হয়, তার জন্য পরীক্ষার সময় ওএমআর শিট সরবরাহের দায়িত্ব SSC-এর বদলে অন্য কোনও সংস্থাকে দেওয়া উচিত। তিনি আশাবাদী, সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করবে। প্রশ্ন উঠছে—SSC কি সত্যিই স্বচ্ছতা বজায় রাখতে পারছে?

সূত্র:

About The Author