কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে চাকরির পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন বহু ‘দাগি অযোগ্য’ প্রার্থী। স্কুল সার্ভিস কমিশন (SSC) জানাল, এমন ১৪০০ জনের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় কমিশন প্রকাশ করে ১৮০৪ জন দাগি প্রার্থীর তালিকা। এরপরই জানা যায়, নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের মিলিয়ে মোট ২১৬০টি অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। এর মধ্যে নবম-দশম স্তরে ১১৪০টি এবং একাদশ-দ্বাদশ স্তরে ১০২০টি।
কমিশনের এক কর্তা জানান, অনেক দাগি প্রার্থী দুই স্তরের জন্যই আবেদন করেছিলেন, তাই অ্যাডমিট কার্ডের সংখ্যা বেশি।
সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, দাগি অযোগ্যদের কেউ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। কিন্তু কমিশনের তালিকা প্রকাশের পরেও বহুজন আবেদন করেছিলেন।
এখন প্রশ্ন উঠছে—এই আবেদনকারীরা কীভাবে সিস্টেমে ঢুকলেন? কারা সহযোগিতা করল? তদন্তের দাবি উঠছে চাকরি হারানোদের তরফেও।