SSC দুর্নীতি কাণ্ডে দুই প্রাক্তন কর্তাকে গ্রেপ্তার করল CBI

SSC দুর্নীতি কাণ্ডে পার্থ-অর্পিতার গ্রেপ্তারির পর এবার SSC-র দুই প্রাক্তন কর্তাকে গ্রেপ্তার করা হল। এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন কনভেনার শান্তিপ্রসাদ সিনহা এবং এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহাকে এদিন গ্রেফতার করেছে সিবিআই৷ সিবিআই সুত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগের একটি উপদেষ্টা কমিটি গড়েছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন শান্তিপ্রসাদ। সিবিআই সূত্রে দাবি, এই উপদেষ্টা কমিটির মাধ্যমেই ভুয়ো নিয়োগের সুপারিশ করা হত।

বুধবার সকাল থেকেই দু’ জনকে জেরা করে সিবিআই৷ এর আগেও তাঁদের একাধিকবার জেরা করেছিল সিবিআই৷ তাঁদের বাড়িতে গিয়ে তল্লাশিও চালানো হয়৷ কিন্তু জেরায় দু’ জনই তথ্য গোপন করছিলেন বলে অভিযোগ সিবিআই কর্তাদের৷ পাশাপাশি ভুল তথ্য দিয়ে তাঁরা সিবিআই কর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ৷ অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার এসএসসির প্রাক্তন দুই কর্তা শান্তিপ্রসাদ সিন্‌হা এবং অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই। এর আগে প্রাক্তন মন্ত্রী পার্থ এবং পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে গ্রেপ্তার করেছিল ইডি। অর্পিতার ঘর থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি নগদ। এদিকে, গরুপাচার কাণ্ডে দশমবারের জন্য সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল।

About The Author