জলপাইগুড়ি: সীমান্তে টহল দিতে গিয়ে নদীর জলে তলিয়ে গেলেন সেনার অফিসার।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটায়। জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকায় টহল দেবার সময় নদী পার করতে গিয়ে এসএসবি আধিকারিক (এএসআই) সমরেশ দাস খরস্রোতা পাহাড়ী নদীতে ভেসে যায় বলে দাবি সহকর্মীদের।
টহলদারি ওই দলের অন্যান্য সদস্যরা জানান, তাঁরা কিছু বোঝার আগেই ভেসে যান এসএসবি অফিসার সমরেশ দাস।
খবর পেয়েই দ্রুত নদীতে নেমে যায় উদ্ধারকারীরা। আধিকারিককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় শোকস্তব্ধ শিবচু ক্যাম্প ও স্থানীয় প্রশাসন। সীমান্ত নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।