হাড্ডাহাড্ডি লড়াই শেষে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে পড়ল শ্রীলঙ্কা। এবার ১৭ তারিখ ফাইনালে ভারতের মুখোমুখি হবে দাসুন শনকার দল। ম্যাচের শেষ ২ ওভারে সকলের ধারণা হয়েছিল, হয়ত পাকিস্তানকে হারাতে পারবে না শ্রীলঙ্কা। তবে খেলা মানেই হারজিতের নাটকীয় লড়াই। আর নাটকীয়ভাবে একেবারে শেষ মুহূর্তে জয় পেল শ্রীলঙ্কা।
What a thrilling victory!
Sri Lanka secures a spot in the #AsiaCup2023 finals on Sunday with a thrilling 2-wicket win over Pakistan!#AsiaCup2023 #SLvPAK pic.twitter.com/lJF3CCNjPK
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 14, 2023
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। প্রতিটা ম্যাচের মতই এদিনও বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়। প্রথমে ৪৫ ওভার করার কথা থাকলেও ২৭.২ ওভারে পাকিস্তান ১৩০ রানে ৫ উইকেট হারাতেই ফের নামে বৃষ্টি। এরপর ম্যাচটা ৪২ ওভারে কমিয়ে আনা হয়। শ্রীলঙ্কার হয়ে পাথিরানা তিনটে উইকেট নেন। এছাড়া প্রমোদ মধুশন, মাহিশ থিক্ষণা এবং দুনিথ ওয়েলালাগে একটি করে উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল। ৯ ওভারে ১ উইকেট হারালেও তারা ৫৭ রান করে ফেলে। এরপর দ্বিতীয় উইকেটে পাথুম নিশঙ্কার সঙ্গে ৫৭ রানের এবং তৃতীয় উইকেটে সাদিরা সমরবিক্রমার সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন কুশল মেন্ডিস। এই দুটো পার্টনারশিপই শ্রীলঙ্কার পক্ষে ম্যাচটা টেনে নিয়ে আসে।
শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস ৮৭ বলে ৯১ রানের একটা দুর্দান্ত ইনিংস দলকে উপহার দেন। তিনি আটটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। শেষ ওভারেও চলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু শেষ পর্যন্ত চরিথ আশালঙ্কা ৪৯ রানে অপরাজিত থেকে এই ম্যাচটা জিতিয়ে দেন। একেবারে শেষবেলায় শাহিন আফ্রিদি চেষ্টা করলেও তাঁর জোর কোনও কাজে আসেনি। এবারে সামনের রবিবার ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা।