‘ওপারে ভালো থেকো…’, প্রয়াত বন্ধুর জন্মদিনে সবুজের বার্তা

রাজগঞ্জ: এক বছর আগে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বন্ধুর। প্রয়াত বন্ধুকে স্মরন করে তাঁরই জন্মদিনে চারা গাছ বিলি করে সবুজায়নের বার্তা দিলেন বন্ধুরা। ব্যস্ত বিকেলে রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর বাস স্ট্যান্ডে ধরা পড়ল অন্যরকম ছবি। মানুষের হাতে হাতে গাছ এবং জল তুলে দিয়ে বিনিময়ে প্রয়াত বন্ধুর জন্য ভালোবাসা চাইলেন বাকি বন্ধুরা।

গত বছর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ফাটাপুকুর এলাকার বাসিন্দা রাজু দেবনাথের। যুবকের আকস্মিক প্রয়াণে আজও শোক বিহ্বল এলাকার বাকি বন্ধুরা। ২৯ এপ্রিল বন্ধুর জন্মদিনে ভালো কাজ করে পরপারে থাকা বন্ধুর জন্য শুভেচ্ছা চাইলেন মানুষের থেকে। শুক্রবার ফাটাপুকুর বাস স্ট্যান্ডে পথ চলতি মানুষের হাতে হাতে তুলে দেওয়া হল জল এবং চারা গাছ। সেই সঙ্গে মশারিও দেওয়া হয়।

উদ্যোক্তাদের তরফে প্রদীপ সরকার জানান, বন্ধুকে সহজে ভোলা যাবেনা। তাঁর আকস্মিক প্রয়ানের ঘটনা আজও মেনে নিতে কষ্ট হয়। রাজুকে স্মরন করে ১০০ জন পথ চলতি মানুষের হাতে জল ও চারা গাছ বিলি করা হল। বন্ধুর জন্মদিনে যাতে সবুজায়নের বার্তা দেওয়া যায়, সেই চেষ্টা করা হল। গেল বছর করোনা কালে বন্ধুর জন্মদিনে তাঁর স্মৃতির উদ্দেশ্যে মানুষের মাঝে মাস্ক এবং স্যানিটাইজার বিলি করা হয়েছিল।

About The Author