কালীপুজোর রাতে বাজি ফাটানোর ‘অপরাধে’ শিশু-মহিলার উপর চড়াও পুলিশ সুপার!

কোচবিহারের নয় নম্বর ওয়ার্ডে কালীপুজোর রাতে আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

অভিযোগ, সোমবার রাত ১২টা নাগাদ পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য নিজ বাংলো থেকে বেরিয়ে এসে স্থানীয় শিশু, এক মহিলা ও এক স্কুলশিক্ষককে বাঁশ দিয়ে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁর পরনে ছিল হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি এবং মাথায় বাঁধা ছিল একটি ফেট্টি। আহতদের মধ্যে রয়েছেন আইনজীবী মল্লিকা কার্জি, যিনি ঘটনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং মুখ্যমন্ত্রী ও বার কাউন্সিলকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, পুজো শেষের পর কিছু শিশু বাজি ফাটাচ্ছিল, তখনই আচমকা এসপি চড়াও হন। ঘটনার সময় কোনও মহিলা পুলিশ উপস্থিত ছিলেন না, এমনকি পরে দোকান ভাঙচুরের অভিযোগও উঠেছে।

যদিও পুলিশ সুপার সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, এমন কোনও ঘটনা ঘটেনি। আর তাঁর নিরাপত্তারক্ষীরা বহুবার সতর্ক করলেও শব্দবাজি থামেনি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে একজন স্যান্ডো গেঞ্জি পরিহিত ব্যক্তিকে বাঁশ হাতে দেখা গেলেও তাঁর পরিচয় নিশ্চিত নয়। এই ঘটনায় প্রশাসনিক স্তরে নিন্দার ঝড় উঠেছে। ভিডিও পোস্ট করে প্রতিবাদ শুভেন্দু অধিকারীর। 

About The Author