মমতার সঙ্গে পাহাড়ে বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রশাসনে প্রত্যাবর্তন, এনকেডিএ চেয়ারম্যান হলেন শোভন

কলকাতা: দীর্ঘ সাত বছর পর প্রশাসনে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ‘নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (NKDA)-এর চেয়ারম্যান পদে তাঁকে নিয়োগ করল রাজ্য সরকার। এই পদে এতদিন ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ও প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

এই নিয়োগের সময়কালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাত্র ৪৮ ঘণ্টা আগে দার্জিলিঙের রিচমন্ড হিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শোভন। তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

এর আগে ২২ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক হয়েছিল শোভনের। সেই সময়েই তিনি জানিয়েছিলেন, “গত আট বছরে যে ক্ষত তৈরি হয়েছিল, তাতে প্রলেপ পড়েছে।”

২০১৮ সালের শেষ দিকে মেয়র ও মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন। পরে পদ্মশিবিরে বিরূপ হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েন। তবে মমতার সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ বজায় ছিল—ভাইফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতেও গিয়েছেন একাধিকবার।

এনকেডিএ-র চেয়ারম্যান পদে তাঁর প্রত্যাবর্তনকে তৃণমূলের অন্দরেই ‘ববির (ফিরহাদ হাকিম) উপর চাপ’ বলেও ব্যাখ্যা করা হচ্ছে। কারণ, পুজোর সময় কলকাতায় জলমগ্নতা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে ফিরহাদ এখনও মেয়র পদে বহাল। শোভনের এই নিয়োগকে তৃণমূলের অন্দরেই ‘সিগন্যাল’ হিসেবে দেখা হচ্ছে—রাজনৈতিক ও প্রশাসনিক পুনর্বাসনের সূচনা।

About The Author