চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সামনে কিউয়িরা

ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে ভারত


আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ রানের জয় পেল নিউজিল্যান্ড। এদিকে, প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই ফাইনালে উঠে গিয়েছে ভারত। অর্থাৎ আগামী ৯ তারিখের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড।

যেহেতু ফাইনালে খেলছে ভারত, সেই কারণে আগাম সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তান থেকে ফাইনাল সরিয়ে দুবাইয়ে অনুস্থিত হবে চ্যাম্পিয়ন ট্রফির সেরা ম্যাচটি।

বুধবার লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৬২ রান সংগ্রহ করে। যেখানে রাচিন রবীন্দ্র (১০৮) ও কেন উইলিয়ামসন (১০২) সেঞ্চুরি করেন।

জবাবে, দক্ষিণ আফ্রিকা ৩১২ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে। ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে ভারত। ভারত তাদের সেমিফাইনালে জয়ী হয়ে ফাইনালে পৌঁছেছে আগেই।

ফাইনাল ম্যাচটি ৯ মার্চ অনুষ্ঠিত হবে। ভারত ফাইনালে পৌঁছানোর কারণে, ম্যাচটি দুবাইতে অনুষ্ঠিত হবে।

About The Author