হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানকে ১ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

পরপর টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় পাকিস্তানের। শুক্রবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনেক লড়াই করেও শেষ পর্যন্ত হারতে হল বাবর আজমদের। চেন্নাইয়ের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে ম্যাচ জিতে নিল প্রোটিয়ারা। এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা।

এদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাবর আজম। কিন্তু পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি পাকিস্তান। ৪৬.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে যায় পাক দল। ইনিংসের শুরুটা ভাল না হলেও মাঝের দিকে দলকে টানেন বাবর আজম, সউদ শাকিল, সাদাব খানরা। সউদ শাকিল ৫২, বাবর আজম ৫০, শাদাব খান ৪৩ ও মহম্মদ রিজওয়ান ৩১ রান করেন।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন তাবরেইজ সামসী। এছাড়া মার্কো জানসেন ৩টি, জেরাল্ড কোয়েটজে ২টি, লুঙ্গি এনগিডি ১টি উইকেট নেন।রান তাড়া করতে নেমে এদিন বিগত ম্যাচগুলির মত বিদ্ধংসী মেজাজে পাওয়া যায়নি দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। ভাল শুরু করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে। মাঝে এডেন মার্করাম ও ডেভিড মিলারের ৭০ রানের পার্টনারশিপ দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরায়। ৯১ রানের ইনিংস খেলেন মার্করাম। এছাড়া কোনও প্রোটিয়া ব্যাটার ৩০ রানের গণ্ডি টপকাতে পারেননি। কিন্তু মার্করাম ফিরতেই ফের একের পর এক উইকেট হারিয়ে চাপ বাড়ে দক্ষিণ আফ্রিকার ওপর।

About The Author