কলকাতা: লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার জেরে এবার আইনি পথে হাঁটলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গেছে, কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা উত্তম সাহার বিরুদ্ধে তিনি ৫০ কোটির মানহানির মামলা দায়ের করেছেন।
সাহা সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে সৌরভকে নিয়ে একাধিক কটূক্তি করেন। তাঁর অভিযোগ, সৌরভই নাকি কলকাতার ক্রিকেটকে ধ্বংস করেছেন এবং রাজনৈতিক সুবিধা নিতে বিভিন্ন পক্ষের সঙ্গে হাত মিলিয়েছেন। এমনকি মেসি সফরের বিশৃঙ্খলার দায়ও তিনি সৌরভের ওপর চাপান।
এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সৌরভ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান। তাঁর আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে বলা হয়েছে, সাহা ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করেছেন, যা সৌরভের ব্যক্তিগত ও পেশাগত সুনামকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
মেসিকাণ্ডে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি গঠন করেছেন এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ গ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে সৌরভের মানহানির মামলা নতুন মাত্রা যোগ করল।

