পোষা কুকুর চার্লিকে নিয়ে সাইকেলে ১২,০০০ কিমি পথ ঘুরেছেন বিহারের সোনু রাজ। দুজনের নিখাদ বন্ধুত্ব আর নিঃশর্ত ভালবাসার এই গল্প নেটদুনিয়ায় মন কাড়ছে। ভিডিও ভাইরাল, মিলেছে লক্ষাধিক ভালোবাসা।
বিহার: পোষা কুকুরও যে জীবনের সহযাত্রী হয়ে ওঠে, তার এক জীবন্ত উদাহরণ বিহারের সোনু রাজ। নিজের পোষা কুকুর চার্লি-কে সঙ্গে নিয়ে গত ১১ মাস ধরে তিনি ভারতের নানা রাজ্যে ঘুরে ১২,০০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছেন একটা সাধারণে সাইকেলে চেপে। পেছনে একটা ফলের র্যাক বসিয়ে সেখানেই বসিয়ে রাখা হয়েছে চার্লিকে। আর এভাবেই সোনুর হাজার হাজার কিলোমিটার পথের সঙ্গি হয়ে দেশের নজর কাড়ল চার্লি।
সোনু জানাল, সে চার্লিকে উত্তরপ্রদেশ থেকে সঙ্গে নিয়েছিল। সেখানে চার্লিকে একটি দুর্ঘটনায় জখম হতে দেখে চারপেয়েটির মায়ায় জড়িয়ে যায় সোনু। সোনুর কথায়, আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকেই আমাদের বন্ধুত্বের শুরু।” সেই দিন থেকেই চার্লি আর সোনুর পাশে থেকেছে। রাত-দিন, উজাড় রোদ কিংবা পাহাড়ি রাস্তা—চার্লি যেন কখনও ক্লান্ত হয়নি।
কোথায় কোথায় ঘুরেছেন?
সোনু জানিয়েছেন, এই ১১ মাসে তিনি রামেশ্বরম, কেদারনাথ ও বদ্রীনাথ-সহ ভারতের নানা প্রান্তে ঘুরেছেন। প্রতি মুহূর্তে পাশে ছিল চার্লি। তিনি বলেন, “এই স্মৃতি হারাতে চাইনি। এটা শুধুই একটা ভিডিও না—আমার আর চার্লির যাত্রার এক টুকরো—ভালবাসা, বন্ধুত্ব আর সাহসের গল্প।”
দুজনের এই ভ্রমণ কাহিনীর ছোট একটি ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট কোরতেই তুমুল ভাইরাল—৫ লক্ষেরও বেশি লাইক এবং অগণিত মন্তব্য জুড়ে গিয়েছে। পোষা কুকুর চার্লিকে নিয়ে সাইকেলে ১২,০০০ কিমি পথ ঘুরেছেন বিহারের সোনু রাজ। দুজনের নিখাদ বন্ধুত্ব আর নিঃশর্ত ভালবাসার এই গল্প নেটদুনিয়ায় মন কাড়ছে। কেউ লিখেছেন— “চার্লি অনেকের স্বপ্নের জীবন যাপন করছে!” আরও একজন মন্তব্য করেন, “অল দ্য বেস্ট দোস্ত, শুধু চার্লির যত্ন নিও।”