মালদা: বাংলাদেশ থেকে দেশে ফিরেই মমতা–অভিষেককে ধন্যবাদ জানালেন সোনালি বিবি। বললেন, ‘আর কোনও দিন দিল্লি যাব না’। স্বামী–পরিবার এখনও বাংলাদেশে আটকে।
বাংলাদেশে পুশব্যাক হওয়ার পর অবশেষে দেশে ফিরলেন সোনালি বিবি। শনিবার সীমান্ত পেরিয়েই সংবাদমাধ্যমের সামনে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “ফিরে এলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সামিরুল ইসলামকেও ধন্যবাদ জানাই।” অন্তঃসত্ত্বা সোনালির দাবি, বাংলাদেশে তিনি প্রচণ্ড কষ্টে ছিলেন, তবে সেখানকার পুলিশ কোনও অত্যাচার করেনি। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য পাঠিয়েছিলেন বলেও জানান তিনি। একইসঙ্গে স্পষ্ট বার্তা দেন, “আর কোনও দিন দিল্লি যাব না।”
তবে সোনালির স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা এখনও বাংলাদেশেই আটকে রয়েছেন। তাঁদের দেশে ফেরানো নিয়ে জল্পনা তুঙ্গে। কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে, সোনালি অন্তঃসত্ত্বা হওয়ায় মানবিকতার খাতিরে তাঁকে ফেরানো হয়েছে। কিন্তু বাকিদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত প্রযোজ্য হবে, এমন কোনও ইঙ্গিত দেয়নি কেন্দ্র।
রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতে সম্প্রতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছিল, অনুপ্রবেশকারীদের জন্য ‘রেড কার্পেট’ বিছানো যায় না, তবে কাউকে অনুপ্রবেশকারী মনে হলেই সঙ্গে সঙ্গে পুশব্যাকও ঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে।
উল্লেখ্য, ঘটনার দিন সোনালি, সুইটি ও তাঁদের পরিবারকে বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করা হয়েছিল। ভয়ংকর অভিজ্ঞতার পর তাঁদের ফিরিয়ে আনার দাবিতে হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে কেন্দ্র সুপ্রিম কোর্টে গেলেও শীর্ষ আদালতও জানিয়ে দেয়, সোনালিদের ফেরাতেই হবে। সেই নির্দেশ মেনেই দেশে ফিরলেন সোনালি ও তাঁর নাবালক ছেলে।

