জলপাইগুড়ি: ছেলে সারাক্ষন মোবাইল গেমে ডুবে থাকত। তাই ছেলেকে বকুনি দিয়েছিলেন মা। রাগ করে বলেছিলেন, বাড়ি ছেড়ে চলে যেতে। আর তারপর থেকেই নিখোঁজ উচ্চমাধ্যমিকের ছাত্র। এদিকে, ছেলের খোঁজে ছবি হাতে গোটা এলাকা, বাজার খুঁজে বেড়াচ্ছেন মা, জলপাইগুড়ি কামার পাড়ার বাসিন্দা মজিরন খাতুন।
বাড়িতে আর্থিক অনটন। বাবা মারা গেছেন। অনেক কষ্ট করে ছেলেকে পড়াচ্ছেন মজিরন। ছেলের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই গেম খেলায় ডুবে থাকত; তাই ছেলেকে বকা দিয়ে বলেছিলেন, বাড়ি থেকে চলে যেতে। আর তারপর থেকেই তার আর খোঁজ মিলছে না।
এই ঘটনায় ইতিমধ্যেই জলপাইগুড়ির কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন মজিরন। চোখে জল নিয়ে রাস্তায় পথচলতি মানুষকে ছেলের ছবি দেখিয়ে খোঁজ করছেন মা। স্থানীয় কাউন্সিলরেরও শরনাপন্ন হয়েছেন।
সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র সোহম সারাদিন মোবাইল গেম নিয়ে থাকত, তাই ছেলের মা হিসেবে তাঁকে বকুনি দিয়েছিল, আর তাতেই এমন কাণ্ড বলে দাবি। থানায় জমা পড়েছে মিসিং ডায়েরি।