মিজোরামে কাজে গিয়ে মৃত ছেলের রিল ভিডিও দেখে বাবা-মায়ের বুকফাটা কান্না

মালদা: পেটের দায়ে মিজোরামে কাজে গিয়েছিল বছর ২৫-র ছেলে। কাজের ফাঁকে রিল ভিডিও বানিয়ে ছাড়ত ফেসবুকে। সেই ছেলে এখন নেই। ব্রিজ দুর্ঘটনায় বাকি ২২ জনের সঙ্গে সেও মারা গেছে। তাঁর বানানো সেই রিল ভিডিওতে নিজের ছেলেকে দেখে বুকফাটা কান্নায় ভেঙ্গে পড়ছে যুবকের বাবা মা ও বোন। মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রামে মৃত যুবকের জন্য বিলাপ করছে পরিবার।

এদিকে, মিজোরামে দুর্ঘটনায় চোখের সামনে ছেলেকে হারিয়েছেন এক হতভাগ্য বাবা। মৃত ছেলের কফিনবন্দী দেহ নিয়ে ফিরলেন বাড়িতে। ফিরেই জানালেন তার মর্মবিদারী কাহিনীর কথা। মালদার ২৩ জন মৃত শ্রমিকের দেহ এসে পৌঁছল। শনিবার দেহগুলি প্রশাসনিক ব্যবস্থাপনায় নিয়ে আসা হল গ্রামে। মৃতদেহের সঙ্গে গ্রামে গিয়ে অসহায় পরিবারবর্গকে, সান্তনা দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ জেলা প্রশাসনিক কর্তারা।

About The Author