ভাইয়ের অভাব পূরণ করলেন সৈনিকেরা, কনে বিদায়ে চোখ ভিজল অতিথিদের

হিমাচল প্রদেশের সিমৌর জেলার ভরলি গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল এক বিরল মানবিক দৃশ্য।

শহিদ সেনা কর্মকর্তা আশীষ কুমারের বোন আরাধনার বিয়েতে, ভাইয়ের অভাব পূরণ করতে এগিয়ে এলেন আশীষের রেজিমেন্টের সেনা সদস্য ও প্রাক্তন সেনাকর্মীরা। ফেব্রুয়ারি ২০২৪-এ অরুণাচল প্রদেশে ‘অপারেশন অ্যালার্ট’-এ শহিদ হন আশীষ।

ভাইয়ের অনুপস্থিতিতে বোনের বিয়ের দিন যেন অসম্পূর্ণ থেকে যেত, যদি না সৈনিকেরা এগিয়ে আসতেন। তাঁরা কনেকে বিয়ের মণ্ডপে পৌঁছে দেন, ভাইয়ের দায়িত্ব পালন করেন, এমনকি বিয়ের উপহার হিসেবে একটি ফিক্সড ডিপোজিটও তুলে দেন আরাধনার হাতে। এই দৃশ্য দেখে উপস্থিত অতিথিরা চোখের জল ধরে রাখতে পারেননি।

সৈনিকেরা শুধু কনেকে মণ্ডপে পৌঁছে দেননি, বিয়ের পর শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে ভাইয়ের শেষ দায়িত্বটিও পালন করেন। এই ঘটনা প্রমাণ করে, সেনাবাহিনীর বন্ধন শুধু যুদ্ধক্ষেত্রেই নয়—মানবিকতার মঞ্চেও তারা অটুট। আরাধনার বিয়ের দিনটি হয়ে উঠল এক অনন্য সম্মানের দিন, যেখানে ভাইয়ের অভাব পূরণ করলেন দেশের রক্ষাকর্তারা।

About The Author