IIT Baba: ব্যর্থ ভবিষ্যৎবাণী! চরম ট্রলের শিকার আইআইটি বাবা

রবিবারের ম্যাচ নিয়ে ভবিষ্যদবাণী করেছিলেন — ভারত হেরে যাবে। কিন্তু হয়েছে উল্টোটা। পাকিস্তানকে গো -হারা হারিয়ে জিতেছে ভারতই। আর তারপরই ডিগবাজী! ‘‘তিনি নাকি মনে মনে জানতেন, ভারতই জিতবে’’। ভুল ভবিষ্যদবাণী করে এক লোহোমায় ক্যারিয়ার শেষ হোয়ে গেল ভাইরাল আইআইটি বাবার।

IIT বাবার দাবি ছিল “ভারতই জিতত।” কিন্তু তিনি নাকি ম্যাচের ফলাফল উল্টো করে দিয়েছেন। শেষমেশ বাবাকে ভুল প্রমাণ করে জিতে দেখিয়েছে কোহলিরা। আর এই ঘটনার পরেই চরম ট্রোলের মুখে পড়তে হয়েছে IIT বাবাকে। খেলা শেষ হওয়ার পরেই নেটদুনিয়ায় তাঁকে নিয়ে মিমের বন্যা।

এর আগে বাবা বলেছিলেন, ভারত রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাবে। অনেক চেষ্টা করেও জিততে পারবে না। আমি বলেই দিলাম ভারত হেরে যাবে। ওরা আমায় ভুল প্রমাণ করুক। পারলে জিতে দেখাক!” রবিবারের ম্যাচের তিনদিন আগে ভাইরাল হয়েছিল মহাকুম্ভের IIT বাবার ভবিষ্যদবাণী। আর এখন ছবিটা পুরো আলাদা। কাজেই, বাবা আর যাবেন কোথায়? এত সাধনার গল্প, এক নিমিষেই বনে গেল ভাঁওতায়।

About The Author