ভেঙে গেল পলাশ–স্মৃতির বিয়ে! সম্পর্ক ইতির ঘোষণা দুই পক্ষেরই

মাসখানেক ধরে জল্পনা চলছিল, অবশেষে স্পষ্ট হয়ে গেল। সুরকার পলাশ মুচ্ছল এবং ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানার বিয়ে ভেঙে গেল। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, পলাশ ও স্মৃতি দু’জনেই নিজেদের সামাজিক মাধ্যমে সম্পর্ক ভাঙার কথা স্বীকার করেছেন।

২৩ নভেম্বর বিয়ের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে থমকে যায়। স্মৃতি মন্ধানা প্রথমে নীরব থাকলেও পরে স্পষ্ট জানান যে বিয়ে বাতিল হয়েছে। অন্যদিকে পলাশ তাঁর বিবৃতিতে লেখেন, সম্পর্ক আর টিকছে না এবং তিনি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পলাশ অভিযোগ করেন, ভিত্তিহীন গুজব ও সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি বলেন, এটি তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, তাঁর বিরুদ্ধে যারা মিথ্যে গুজব ছড়িয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

বিয়ে স্থগিত হওয়ার কারণ নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল, স্মৃতির বাবার অসুস্থতা, পলাশের অসুস্থতা, এমনকি প্রতারণার অভিযোগও। তবে পলাশ তাঁর বিবৃতিতে এসব নিয়ে সরাসরি কিছু না বললেও অনুরোধ করেছেন, মানুষ যেন গুজবে কান না দেয় এবং কোথায় থামতে হয় তা শেখে।

About The Author