চাকরিপ্রার্থীর আচমকা মৃত্যু, পরিবার বলছে মানসিক চাপেই ব্রেন স্ট্রোক

চাকরির জন্য পথে নেমে আন্দো‌লন করছিলেন; এরমধ্যেই আচমকাই মৃত্যু হল এক ব্যক্তির। নাম ইমরান হোসেন (৩৩)।

শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে ২০১৬ সাল থেকে SSC পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন; চাকরির জন্য পথেও নেমেছিলেন। SLST আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ইমরান হোসেন। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরিবারের দাবি, চাকরি না পেয়ে মানসিক উদ্বেগে ভুগছিলেন ইমরান। তার জেরেই মৃত্যু!

বাড়িতেই আচমকা মৃত্যু হয় ইমরানের। পরিবারের দাবি, চাকরির জন্য দিনরাত খেটেছেন। আন্দোলন করছিলেন। হয়ত সেই মানসিক চাপেই ইমরানের ব্রেন স্ট্রোক হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে ব্যক্তির।

About The Author