সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন ৩৬ বছর বয়সে। ২০০৫ সালের একটি দুর্ঘটনার পর তিনি দীর্ঘ প্রায় দুই দশক কোমায় ছিলেন। তাঁর মৃত্যু একটি হৃদয়বিদারক অধ্যায়ের অবসান।
সৌদি আরবের বহুল আলোচিত ‘ঘুমন্ত রাজপুত্র’ প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল বিন আব্দুলআজিজ আল সৌদ শনিবার প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। ২০০৫ সালের একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর থেকে তিনি কোমায় ছিলেন।
রাজকীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি প্রিন্সের মৃত্যুর ঘোষণা দেয়, যা সৌদি রাজপরিবারের জন্য একটি গভীর আবেগঘন অধ্যায়ের ইতি টানে। প্রিন্সের দীর্ঘ চিকিৎসাজীবন, তাঁর পরিবারের অসীম ধৈর্য ও বিশ্বাস—সব মিলিয়ে এই কাহিনি আরব জগতে হয়ে উঠেছিল এক অনন্য মানবিক চিত্র।
১৯৯০ সালে জন্ম নেওয়া প্রিন্স আল-ওয়ালিদ ছিলেন প্রিন্স খালেদ বিন তালালের বড় ছেলে এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের ভাগ্নে। লন্ডনে মিলিটারি ক্যাডেট হিসেবে শিক্ষা নেওয়ার সময়, মাত্র ১৫ বছর বয়সে একটি গাড়ি দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান। এরপর তাঁকে ফিরিয়ে আনা হয় রিয়াদে কিং আব্দুলআজিজ মেডিকেল সিটিতে, যেখানে তিনি ছিলেন একটানা লাইফ সাপোর্টে।
দীর্ঘ দুই দশক ধরে তাঁর পরিবার, বিশেষ করে তাঁর বাবা প্রিন্স খালেদ, ছেলের সুস্থতার জন্য একনিষ্ঠ প্রার্থনা করে গেছেন। কোনও সময়েই তিনি লাইফ সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নেননি। তাঁর টুইটার এক্স-এ ভাগ করে নেওয়া কোরআনের আয়াত বা হাসপাতাল থেকে প্রিন্সের ছোট ছোট অনুক্রিয়া ছিল জনগণের আশা ও ঈমানের প্রতীক।
তাঁর মৃত্যুতে সৌদি আরব জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে রবিবার, ২০ জুলাই। তিন দিনের শোক অনুষ্ঠানে রাজপরিবার, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষ যোগ দেবেন বলে জানা গেছে।