তামিলনাড়ু: রেলগেট বন্ধ না করে ঘুমিয়ে পড়লেন গেটকিপার, খোলা লেভেল ক্রসিং পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল স্কুল বাস! তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতি। আহত আরও কয়েকজন।
মঙ্গলবার সকালে তামিলনাড়ুর চেমাংগুপ্পাম এলাকায় একটি স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু হল। ঘটনার পর জনতার হাতে আক্রান্ত হন অভিযুক্ত, পরে গ্রেপ্তার। এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বেসরকারি স্কুল ভ্যান চিদাম্বরমের দিকে যাওয়ার সময় রেলওয়ে লেভেল ক্রসিং পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। একটি ট্রেন ভ্যানটিকে ধাক্কা দিয়ে ৫০ মিটার টেনে নিয়ে গিয়ে পিষে ফেলে।
মৃত স্কুলছাত্রদের নাম নিবাস (১২), চারুমতী (১৬), চারুমতীর ছোট ভাই চেঝিয়ান। আহতদের মধ্যে রয়েছেন স্কুল ভ্যান চালক শঙ্কর ও আরও একজন ছাত্র, তারা কুড্ডালোর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ভ্যানে ছাত্রসংখ্যা কম থাকায় আরও বড় প্রাণহানি এড়ানো গেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
প্রাথমিক তদন্তে অবহেলার ইঙ্গিত: রেল সূত্র জানিয়েছে, গেটকিপার পঙ্কজ শর্মা কর্তব্যরত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন। ফলে ট্রেন আসার সময় গেট খোলা ছিল এবং স্কুল ভ্যানটি রেললাইন পার হতে গিয়ে ধাক্কা খায়। এ প্রসঙ্গে দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, গেট খোলার ক্ষেত্রে ভ্যান চালকের অনুরোধে সাড়া দেওয়া হয়েছিল, তবে ঘটনাটি এখনো তদন্তাধীন।
গেটকিপার গ্রেপ্তার: অভিযোগ ওঠার পর গেটকিপারকে বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়েছে। জনতার ক্ষোভে তিনি আক্রান্ত হন, ফলে পুলিশের সহায়তায় তাকে গেটকিপারের কক্ষে আটকে রাখা হয় এবং পরে চিকিৎসা দিয়ে গ্রেপ্তার করা হয়।
প্রশাসনের পদক্ষেপ: জেলা কালেক্টর ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এবং রেল বিভাগ পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।
প্রশ্নে রেল নিরাপত্তা: এই ঘটনার পর কুড্ডালোরে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা এবং লেভেল ক্রসিং-এর নজরদারির গাফিলতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।