জলপাইগুড়ি: শিবের মাথায় জল দেওয়ার পথে এবার ভক্তি মিশে গেল অ্যাডভেঞ্চারে! স্কেটিং করে পরপর সাত বন্ধু ছুটছেন জল্পেশ মন্দিরে। রাস্তায় এই দৃশ্য দেখে লোকজন তো অবাক, অনেকেই ভিডিও নিচ্ছেন মোবাইলে।
জলপাইগুড়ির ৭৩ মোড়ের বাসিন্দা জগন্নাথ রায় এবং তাঁর ছয় বন্ধু মিলে এবারে এক ব্যতিক্রমী সংকল্প নিয়েছেন—গাড়ি বা বাইক নয়, স্কেটিং করে ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পৌঁছে শিবের মাথায় জল ঢালবেন! পায়ে স্কেট, বুকে বিশ্বাস, আর মুখে শিবের নাম —এই দুর্দান্ত সাত বন্ধু ছুটলেন শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক ধরে।
বর্তমানে কেউ দণ্ডি কেটে ভাইরাল, তো কেউ দুধজলে স্নান করে—তবে এই স্কেটিং স্কোয়াড বলছে, “ভক্তি তো শুধু পায়ে হাঁটা নয়, চলতে পারে চাকা ঘুরিয়েও!” জগন্নাথ জানাল, এর আগেও তাঁরা স্কেটিং করে বিভিন্ন জায়গায় গিয়েছেন। আগে কেদারনাথেও গিয়েছিলেন তাঁরা।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্রাবণী মেলা, শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে সোমবার রয়েছে আগামীকাল, তাইতো গত রবিবারের মতো এই রবিবারেও প্রচুর ভক্ত ইতিমধ্যেই রওনা দিয়েছেন বাবা জল্পেশের দর্শনে।
তবে জলপাইগুড়ি ৭৩ মোড়ের যুবকেরা তারা এক অভিনব ভাবে বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিন। তাদের মধ্যে একজন জগন্নাথ রায়। তিনি বলেন, আমরা জলপাইগুড়ির ৭৩ মোড় থেকে এই যাত্রা শুরু করেছি। স্কেটিং করে যাওয়ার আমাদের মনের ইচ্ছে, পাশাপাশি আমাদের বিশেষ উদ্দেশ্য হল আমরা চাই ট্রেনিং সম্বন্ধে জলপাইগুড়িতে মানুষের আগ্রহ বাড়াতে।