রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে মৃত্যু ৬ পুণ্যার্থীর, আহত ১৫

ত্রিপুরা: উল্টো রথে বিপত্তি! রথের চুড়ায় হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে মৃত্যু হল ৬ পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে মর্মান্তিক ঘটনা।

বুধবার বিকেল ৪টে নাগাদ উল্টোরথ যাত্রা উপলক্ষে প্রচুর দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিলেন। প্রায় হাজারেরও বেশি মানুষ লোহার তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন। তখনই ১৩৩ কিলোভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়া স্পর্শ করলে এই বিপত্তি ঘটে। এই ঘটনাতে ছ’জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।

https://youtu.be/U5sMQtHe0fg

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘কুমারঘাটে উল্টোরথ টানার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েক জন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। অনেকে আহতও হয়েছেন। এই ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে রাজ্য সরকার নিহত এবং আহতদের পাশে দাঁড়াবে।’


About The Author