রাখিবন্ধনে জনাই ভোঁসলের থেকে রাখি পরলেন মহম্মদ সিরাজ। অতীতে সম্পর্ক নিয়ে জল্পনা থাকলেও এবার ভাই-বোনের বন্ধন স্পষ্ট করলেন দুইজনেই।
রাখিবন্ধনের দিন ভারতের ক্রিকেটাররা যখন সামাজিক মাধ্যমে নিজেদের ছবি ভাগ করে নিচ্ছেন, তখন ব্যতিক্রম নন মহম্মদ সিরাজও। ইংল্যান্ড সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি সিরাজকে দেখা গেল জনাই ভোঁসলের থেকে রাখি পরতে—যিনি কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের নাতনি।
ভিডিয়োটি পোস্ট করেছেন জনাই নিজেই। অরিজিৎ সিংহের আবেগঘন গানের সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “এর থেকে ভাল রাখি হতেই পারে না।” ছবিতে ‘লাইক’ দিয়েছেন ঋষভ পন্থও।
অতীতে সিরাজ ও জনাইয়ের একটি ছবি ঘিরে গুঞ্জন ছড়িয়েছিল—তাঁরা নাকি একে অপরকে ‘ডেট’ করছেন। তবে সিরাজ নিজেই সেই জল্পনায় ইতি টেনে জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক ভাই-বোনের মতো। এবার রাখির ছবিতে সেই সম্পর্ক আরও স্পষ্ট হল।
এদিকে, ইংল্যান্ড সিরিজে সিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ওয়াসিম আক্রম। তিনি বলেন, “কাজ না থাকলে খুব একটা ক্রিকেট দেখি না। তবে ওভাল টেস্টের পঞ্চম দিন আগ্রহ নিয়ে খেলা দেখতে বসেছিলাম। সিরাজ কতটা খিদে এবং আবেগ নিয়ে বল করছিল—অসাধারণ প্রয়াস। পাঁচ টেস্টে ১৮৬ ওভার বল করা এবং শেষ দিনেও ভয়ঙ্কর স্পেল করা, এর জন্য অনেক শারীরিক এবং মানসিক শক্তির দরকার।”