SIR: ভোটার তালিকা সংশোধনে লাগবে এই ১১টি নথি, আপনার আছে তো? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ তৎপরতা (SIR) শুরু হতে চলেছে নভেম্বর থেকে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন বা অপসারণের জন্য এবার নাগরিকদের কাছে নির্দিষ্ট ১১টি নথি চাওয়া হবে।

এই তালিকায় রয়েছে—

  • সরকারি কর্মী বা পেনশনপ্রাপকের পরিচয়পত্র,
  • ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া নথি,
  • জন্ম শংসাপত্র,
  • পাসপোর্ট,
  • মাধ্যমিক বা তার ঊর্ধ্বতন শিক্ষাগত শংসাপত্র,
  • রাজ্য সরকারের দেওয়া বাসস্থানের শংসাপত্র,
  • ফরেস্ট রাইট সার্টিফিকেট,
  • জাতিগত শংসাপত্র,
  • ন্যাশনাল রেজিস্ট্রার,
  • পারিবারিক রেজিস্ট্রার এবং
  • জমি বা বাড়ির দলিল।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আধার কার্ড পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য হলেও তা নাগরিকত্বের প্রমাণ নয়। কমিশন জানিয়েছে, আধার কার্ডের সঙ্গে উপরোক্ত ১১টি নথির মধ্যে যেকোনও একটি দিতে হবে। তবে এই তালিকার বাইরে যদি কোনও নথি নাগরিকত্ব প্রমাণে সক্ষম হয়, তাও গ্রহণযোগ্য হবে। ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া নথি গ্রহণযোগ্য।

কমিশনের মতে, এই প্রক্রিয়ার মূল লক্ষ্য—একজন বৈধ নাগরিক যেন বাদ না যান, এবং একজন অবৈধ ব্যক্তি যেন তালিকায় না থাকেন।

About The Author