রাজগঞ্জ: ভোটার তালিকা সংশোধনের বিশেষ তৎপরতা (SIR) শুরুর ঠিক আগে রাজ্যজুড়ে প্রশাসনিক রদবদল। নবান্নের নির্দেশে বদলি হলেন রাজগঞ্জের বর্তমান বিডিও প্রশান্ত বর্মণও। তাঁকে উত্তর দিনাজপুরে জেলা প্রশাসনের DM/DC হিসেবে পাঠানো হচ্ছে। অন্যদিকে, তার জায়গা বিডিও হিসাবে আসছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিডিও অভিক কুমার ব্যানার্জী।
প্রসঙ্গত, SIR ঘোষণার আগেই সোমবার রাজ্যজুড়ে ৬৪ জন IAS ও WBCS আধিকারিকের বদলির নির্দেশ দেয় নবান্ন। সেই তালিকায় রাজগঞ্জের নামও রয়েছে। নতুন বিডিওর আগমনকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহল প্রস্তুতি নিচ্ছে। SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন, নাম অন্তর্ভুক্তি ও অপসারণের কাজের নেতৃত্ব দেবেন নতুন বিডিও।
ইতিমধ্যেই SIR ঘোষণা হয়ে গিয়েছে। সেই আবহে এই রদবদলকে ‘কৌশলগত পদক্ষেপ’ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। রাজগঞ্জের বতর্মান বিডিও প্রশান্ত বর্মণ বদলি হচ্ছেন উত্তর দিনাজপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রট হিসাবে। বলাই বাহুল্য, প্রশাসনিক মহলে আলোড়ন।