‘SIR আতঙ্কে’ গা/য়ে আ/গু/ন লাগিয়ে আ/ত্ম/ঘা/তী ভাতারের মহিলা, অভিযোগ TMC-র

Disclaimer: This report reflects family allegations. The news platform is only presenting the incident as reported. We do not encourage or promote suicide in any form.
ভাতার: এসআইআর (SIR) ফর্ম ফিলাপকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪০ বছর বয়সী মস্তুরা খাতুন আতঙ্কে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের দাবি, এসআইআর ফর্ম ফিলাপ করলে সরকারি সুবিধা—যেমন রেশন বা লক্ষ্মীর ভাণ্ডার—থেকে তিনি বঞ্চিত হবেন বলে তাঁকে কেউ ভুল বোঝায়। এই আতঙ্কই তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়।
শুক্রবার রাতে ফর্ম ফিলাপের পর গভীর রাতে তিনি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। গুরুতর অবস্থায় তাঁকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী মৃতের পরিবারের সঙ্গে দেখা করে জানান, এসআইআর আতঙ্কে একজন প্রাণ হারালেন, বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।

অন্যদিকে বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল মানুষকে ভুল পথে চালনা করছে এবং আতঙ্ক ছড়াচ্ছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করে প্রশ্ন তোলেন, “আর কত মানুষের প্রাণ গেলে এটা বন্ধ হবে?” পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

About The Author