SIR আতঙ্কে বৃদ্ধের মৃত্যু! চরম পদক্ষেপের অভিযোগ, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

ইলামবাজারে SIR আতঙ্কে ৯৫ বছরের বৃদ্ধের মৃত্যু। পরিবারের অভিযোগে তোলপাড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিক্রিয়া ঘিরে রাজনৈতিক তরজা।

পানিহাটির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইলামবাজারে। বীরভূমের স্কুলবাগান সুভাষপল্লীতে ৯৫ বছরের ক্ষিতীশচন্দ্র মজুমদারের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তাল রাজ্য রাজনীতি। পরিবারের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে আতঙ্কেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

১৯৭১ সালে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা ক্ষিতীশচন্দ্র দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুরে বাস করতেন। মেয়ের বাড়িতে পাঁচ মাস ধরে ছিলেন। পরিবারের বক্তব্য, ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকায় তিনি আশঙ্কায় ছিলেন—SIR-এর গুঞ্জনে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে, এই ভয়ই তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

ঘটনার পরপরই তৃণমূল প্রতিনিধি দল বৃদ্ধের বাড়িতে পৌঁছায়। বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগে তারা। পালটা বিজেপিও তৃণমূলকে কাঠগড়ায় তোলে।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “মানুষকে ভয় দেখিয়ে, বিভ্রান্ত করে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যা একেবারেই অমানবিক।” পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পরিবার ও প্রতিবেশীদের বক্তব্যে SIR আতঙ্কের ছায়া স্পষ্ট।

About The Author