নামে গড়মিল! SIR আতঙ্কে বি/ষ/পান করে আ/ত্ম/হ/ত্যা/র চেষ্টা খাইরুলের

SIR আতঙ্কে বিষপান! আত্মহত্যার চেষ্টা খাইরুলের। কোচবিহারের জিতপুরে SIR (Special Intensive Revision) প্রক্রিয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা।

পরিবারের দাবি, ভোটার তালিকায় তাঁর নাম ‘খইরুল শেখ’ হিসেবে উঠে আসায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা খাইরুল সেখ নামে ওই ব্যক্তি নামের এই অমিল থেকেই তাঁর মনে হয়, তাঁকে “বাংলাদেশি” বলে চিহ্নিত করে বহিষ্কার করা হতে পারে”। এই আশঙ্কায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি বিষপান করেন।

তাঁকে দ্রুত কোচবিহার এম. জে. এন. মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, “এই আতঙ্ক ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসন যেন দ্রুত বিভ্রান্তি দূর করে।”

এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন যেন সঠিক তথ্য প্রচার করে, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন এবং এমন চরম সিদ্ধান্ত না নেন।

About The Author