তামিলনাড়ুতে বর্ধমানের পরিযায়ী শ্রমিকের মৃত্যু, পরিবারের দাবি, SIR আতঙ্কেই …

জামালপুর: তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল পূর্ব বর্ধমানের জামালপুরের বিমল সাঁতরা (৫১)-র। তাঁর পরিবার দাবি করেছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত আতঙ্ক থেকেই বিমলের মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৬ অক্টোবর তিনি অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন এবং ৩১ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

বিমলের ছেলে বাপি সাঁতরা জানিয়েছেন, তাঁর বাবা ধান রোয়ার কাজে তামিলনাড়ু গিয়েছিলেন। SIR সংক্রান্ত ঘোষণার পর থেকেই তিনি চিন্তায় ভুগছিলেন—ভোটার তালিকায় নাম থাকবে কি না, তা নিয়ে অতিমাত্রায় উদ্বিগ্ন ছিলেন।

বাপির দাবি, “ওই আতঙ্কেই বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। তার পরেই মৃত্যু হয়।” তামিলনাড়ুর তাঞ্জাভুরের ওরাতানাডু থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। শনিবার সন্ধ্যায় বিমলের দেহ গ্রামে ফিরলে নবগ্রামে শোকের ছায়া নেমে আসে।

জামালপুরের বিধায়ক অলোক মাঝি ও তৃণমূল নেতারা বিমলের বাড়িতে যান। তাঁদের দাবি, ১০০ দিনের কাজ বন্ধ থাকায় বহু মানুষ ভিন্‌রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন। বিমলও সেই তালিকায় ছিলেন।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা নেতৃত্ব বিমলের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।

তবে বিজেপি এই দাবিকে মানতে নারাজ। তাঁদের মতে, মৃত্যুর কারণ অন্য, তৃণমূল ভোটের আগে বিভ্রান্তি ছড়াতে চাইছে। এর আগে উত্তর ২৪ পরগনা, কোচবিহার ও বীরভূমে SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছিল।

About The Author