কলকাতা: বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্কের মধ্যেই উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা। গত দু’দিনে মোট ৫৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে বিএসএফ ও পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে স্বরূপনগর সীমান্ত এলাকায় একাধিক নারী, পুরুষ ও শিশুকে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিএসএফ জওয়ানদের সন্দেহ হলে জেরা করা হয়, এবং তাঁদের কাছ থেকে ভারতে থাকার কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন, এবং রাতের অন্ধকারে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।
এর আগের দিনও ১১ জন অনুপ্রবেশকারী ধরা পড়েন তারালি সীমান্তে, বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাঁদেরও কোনও বৈধ নথি ছিল না। দু’দিনে গ্রেপ্তার হওয়া অনুপ্রবেশকারীদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
সূত্রের মতে, SIR সংক্রান্ত আতঙ্কের আবহেই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। এই ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এবং রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

