BLO-দের ওপর চাপ থাকলেও SIR নিয়ে কঠোর অবস্থান কমিশনের! স্পষ্ট নির্দেশ, মঙ্গলবারের মধ্যেই ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে।
ভোটার তালিকার বিশেষ অন্তর্ভুক্তি সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে ফের কঠোর অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট নির্দেশ, মঙ্গলবারের মধ্যেই ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে। BLO-দের উপর অতিরিক্ত চাপ থাকলেও সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই অভিযোগ আসছে, BLO-রা অতিরিক্ত কাজের চাপ সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তাঁদের দাবি, এক একটি ফর্ম ডিজিটাইজ করতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। ফলে এত কম সময়ে কাজ শেষ করা কার্যত অসম্ভব। অনেক BLO সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছেন।
কিন্তু কমিশনের যুক্তি, আগে ডিজিটাইজেশন শেষ না হলে পরবর্তী কাজগুলিতে সমস্যা হবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতেই হবে। BLO-দের শুধু ফর্ম সংগ্রহ নয়, তা ডিজিটাইজ করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। এমনকি এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে ভোটারদের বাড়ি গিয়ে ছবি তুলতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশে BLO-দের মধ্যে ক্ষোভ বাড়ছে। জেলায় জেলায় বিক্ষোভ দেখা দিয়েছে। সময়সীমা না বাড়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

