SIR ঘোষণার দিনেই ৫২৭ আমলার রদবদল, ‘রুটিন বদলি’ বলেই দাবি নবান্নের

কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার দিনেই পশ্চিমবঙ্গ সরকার একযোগে বদলি করল ৫২৭ জন প্রশাসনিক আধিকারিককে। এর মধ্যে রয়েছেন ৬৭ জন IAS এবং ৪৬০ জন WBCS (Executive) অফিসার।

নবান্নের তরফে জানানো হয়েছে, এই বদলি ২৪ অক্টোবর তারিখে নির্দেশিত হলেও তা SIR ঘোষণার আগে ও পরে ধাপে ধাপে আপলোড করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন ১৪ জন জেলাশাসক, ২২ জন অতিরিক্ত জেলাশাসক, ১৫ জন SDO, এবং ১০ জন OSD।

সরকারের দাবি, এটি একটি রুটিন বদলি, দীর্ঘদিন একই পদে থাকা আধিকারিকদের সরিয়ে প্রশাসনিক ভারসাম্য রক্ষা করতেই এই পদক্ষেপ। তবে বিরোধী দল বিজেপি এই রদবদলকে “SIR প্রভাবিত রাজনৈতিক কৌশল” বলে অভিযোগ তুলেছে।

তাঁদের বক্তব্য, SIR প্রক্রিয়ায় যুক্ত বহু আধিকারিককে বদলি করা হয়েছে, যা নির্বাচন কমিশনের গাইডলাইন লঙ্ঘন। ইতিমধ্যেই বিজেপি কমিশনে চিঠি দিয়ে এই বদলির বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, SIR ঘোষণার পর কোনও বদলি করতে হলে কমিশনের অনুমতি নিতে হবে। ফলে এই রদবদলকে ঘিরে প্রশাসনিক স্তরে যেমন নতুন সমন্বয়ের প্রয়োজন, তেমনই রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে।

About The Author