SIR শুরুর আগেই নবান্নে বড়সড় রদবদল, ৬৪ আমলার বদলির নির্দেশ

কলকাতা: নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। তার ঠিক আগেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নবান্ন।

সোমবার প্রশাসনিক সংস্কার ও কর্মিবিনিয়োগ দফতরের তরফে চারটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে মোট ৬৪ জন IAS ও WBCS আধিকারিকের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

এই তালিকায় রয়েছেন ১৭ জন জেলাশাসক, একাধিক অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, বিশেষ সচিব ও OSD পদে থাকা আধিকারিকরা। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে পাঠানো হয়েছে বীরভূমের জেলাশাসক পদে, আর তাঁর জায়গায় এসেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত।

নবান্ন সূত্রে খবর, SIR শুরু হয়ে গেলে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোনও বদলি করা যাবে না। তাই উৎসবের ছুটির মধ্যেই এই রদবদল কার্যকর করা হয়েছে। প্রশাসনের একাংশ বলছে, যাঁরা তিন বছরের বেশি সময় ধরে একই পদে ছিলেন, তাঁদের সরিয়ে আগেভাগেই বদলি করে বিতর্ক এড়াতে চেয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই SIR-কে “NRC-এর ছদ্মরূপ” বলে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে।

About The Author