সিঙ্গুরে শিল্প নিয়ে নীরব মোদি, হতাশ বিজেপি সমর্থকদের একাংশ; তৃণমূলের কটাক্ষ

সিঙ্গুরে এলেন মোদি কিন্তু তার মুখে শোনা গেল না শিল্প নিয়ে কোনও কথা। স্বভাবতই হতাশ হয়ে ফিরলেন স্থানীয়দের একাংশ।

হুগলির সিঙ্গুরে রবিবারের জনসভায় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের ধারণা ছিল, টাটাদের কারখানা বঞ্চনার ইতিহাস থেকে শুরু হওয়া সিঙ্গুরের মাটি থেকেই শিল্প নিয়ে বড় কোনও ঘোষণা আসতে পারে। বিশেষ করে বিধানসভা ভোটের আগে শিল্প ও কর্মসংস্থানকে কেন্দ্র করে বিজেপি নতুন বার্তা দেবে—এমন প্রত্যাশা ছিল স্থানীয়দের মধ্যে।

কিন্তু প্রধানমন্ত্রী তাঁর দীর্ঘ ভাষণে বাংলার নদী, সমুদ্রতট ও যুবশক্তির মেধার প্রশংসা করলেও শিল্প নিয়ে কোনও নির্দিষ্ট ঘোষণা দেননি। ফলে সভা শেষে বিজেপি সমর্থকদের একাংশ কার্যত হতাশ হয়ে ফিরেছেন। তাঁদের মতে, সিঙ্গুরের জমি আন্দোলনের প্রতীকী গুরুত্ব থাকা সত্ত্বেও শিল্পের ভবিষ্যৎ নিয়ে কোনও বার্তা না দেওয়া রাজনৈতিকভাবে দুর্বল পদক্ষেপ।

এদিকে তৃণমূল শিবিরের পক্ষ থেকে সরাসরি কটাক্ষ করা হয়েছে। তাঁদের দাবি, ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করে দেখানোই প্রধানমন্ত্রীর লক্ষ্য। চাকরি বা শিল্প নিয়ে কোনও সম্ভাবনা বা দিশা দেখাতে তিনি ব্যর্থ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিঙ্গুরে শিল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিজেপি নেতারা আগে থেকেই টাটাদের ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মোদীর বক্তব্যে সেই ইঙ্গিত না থাকায় প্রশ্ন উঠছে বিজেপির কৌশল নিয়ে।

About The Author