সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা ঘিরে শর্ষে খেত নষ্ট, ক্ষতিপূরণ নিয়ে আক্ষেপ কৃষকের

কলকাতা: ‘প্রধানমন্ত্রী এসেছেন ভালো কথা, কিন্তু এক বিঘা, দেড় বিঘা জমির শর্ষে সব ভাঙিয়ে দিল আক্ষেপ এক কৃষকের।

রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভা ঘিরে চাষের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠল। সভাস্থলের কাছে তৈরি করা হয়েছিল হেলিপ্যাড। তার পাশেই ছিল এক কৃষকের সরষে খেত। যদিও বাইরে ব্যারিকেড করা ছিল, কিন্তু মোদীকে কাছ থেকে দেখার জন্য উত্তেজিত জনতা ব্যারিকেড ভেঙে ছুটে যায়। প্রথমে কয়েকজন ছুটতে শুরু করলে পরে প্রায় সবাই সেই পথে যায়। ফলে জমির ফসল নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক সংবাদমাধ্যমে বলেন, “প্রধানমন্ত্রী এসেছেন ভালো কথা, কিন্তু আমার এক বিঘা দেড় বিঘা জমির শর্ষে সব ভাঙ্গিয়ে দিল। এর ক্ষতিপূরণ তো হয়তো পাবো না।” তিনি আরও জানান, তিনি নিজের জমিতে কাজ করেন এবং ভাড়াটে হিসেবেও চাষ করেন। তাই এই ক্ষতি তাঁর জীবিকায় বড় ধাক্কা।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেল এই ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট করেছে। তাঁদের দাবি, জনসভা আয়োজনের নামে কৃষকের ক্ষতি করা হয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে।

About The Author