আগামী একমাস প্রবল জল সঙ্কটে শিলিগুড়ি, জলের লাইনে ভিড়

শিলিগুড়ি: তিস্তা নদীর বাঁধ মেরামতের জন্য শিলিগুড়িতে প্রায় ১ মাসের জন্য পানীয় জল সরবরাহে সমস্যা হতে চলেছে। কারণ ওই সময় তিস্তা থেকে জল তোলা যাবে না। শুধু মহানন্দা থেকে অল্প পরিমাণে জল নিয়ে তা গোটা শহরে সরবরাহ করতে হবে।

স্বভাবতই চিন্তায় গোটা শহর। খবর সামনে আসতেই এখন থেকেই জল ভর্তে‌ শুরু করেছেন শহরবাসী। সমস্যা নিয়ে ইতিমধ্যেই বৈঠক সেরেছে পুরনিগম এবং অন্য বিভাগের আধিকারিকেরা। জলকষ্টের এই সময়ে আপাতত ১ লক্ষ জলের পাউচ কিনছে পুরনিগম।

গরম পড়তেই শহরে জলকষ্ট শুরু হয়েছিল। তিস্তায় মেরামতির জেরে ফের প্রায় ১ মাসের জন্য এই সংকট প্রবল আকার ধারণা করবে। ফলে, জল সমস্যায় পড়তে চলেছে শহরবাসী। সিকিমের হড়পা বানের জন্যই তিস্তা নদীর বাঁধ ভেঙে যায়। আবার পলি মাটিও জমে গিয়েছে। তাই বর্ষার আগেই বাঁধ মেরামতের পাশাপাশি পলিও পরিষ্কার করা হবে। একারণেই তিস্তা থেকে জল নেওয়া যাবে না। আপাতত শহরবাসীর যাতে সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত জলের ট্যাঙ্ক ও পাউচের ব্যবস্থা করছে পুরনিগম।