শিলিগুড়ি থেকে আইজল—রেলপথে যাত্রা হবে আরও সহজ, যাত্রীদের জন্য সুবিধাই সুবিধা

কলকাতা: মিজোরামের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। ভৈরবী–সাইরাং রেলপথের উদ্বোধনের মাধ্যমে প্রথমবারের মতো মিজোরামের রাজধানী আইজল যুক্ত হল দেশের জাতীয় রেল নেটওয়ার্কে। এই ঐতিহাসিক সংযোগের ফলে শিলিগুড়ি থেকে আইজল পর্যন্ত রেলযাত্রা হবে সরাসরি, সহজ এবং অনেক বেশি আরামদায়ক।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দুর্গম ভূখণ্ডে নির্মিত এই রেলপথ প্রকৌশলগত দিক থেকে এক বিস্ময়। ৫১.৩৮ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে রয়েছে ৪৮টি টানেল, ৫৫টি মেজর ব্রিজ এবং ৮৭টি মাইনর ব্রিজ। সবচেয়ে উঁচু ব্রিজটি কুতুব মিনারের থেকেও ৪২ মিটার বেশি উঁচু। প্রকল্পের মোট ব্যয় ₹৮,০৭১ কোটি টাকা।

এই রেল সংযোগ শুধু যাত্রীদের সুবিধা বাড়াবে না, বরং মিজোরামের অর্থনীতি, পর্যটন এবং ব্যবসার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে। নতুন স্টেশন যেমন হরতকী, কাউনপুই, মুয়ালখাং ও সাইরাং—এই অঞ্চলের মানুষের জন্য যোগাযোগের নতুন দরজা খুলে দিচ্ছে।

প্রকল্প উদ্বোধনের সময় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার এবং মিজোরামের মুখ্যমন্ত্রী পু লালদুহোমা উপস্থিত ছিলেন। তাঁরা রাজ্যের রেল পরিকাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

শিলিগুড়ির বাসিন্দাদের জন্য এই সংযোগ এক সুবর্ণ সুযোগ। পাহাড়ের সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ব্যবসায়িক সম্ভাবনা—সবকিছুই এখন রেললাইনের একটানে হাতের নাগালে।

About The Author