Siliguri: হিন্দু প্রতিবেশীর শেষ কাজ করলেন মুসলিম ভাইয়েরা

হিন্দু প্রতিবেশীর শেষ কাজে এগিয়ে এলেন মুসলিম ভাইয়েরা। দেশে যখন হিন্দু-মুসলিম সম্প্রীতি ভাঙতে দিন-রাত বিনা মাইনের শ্রম খাটছেন কয়েকজন, সেখানে বিচ্ছিন্নতাবাদি শক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু প্রতিবেশীর শ্মশানযাত্রায় সামিল হলেন এলাকার মুসলিম ভাইয়েরা।

শিলিগুড়ি লাগোয়া বানিয়াপাড়া রূপচাঁদগজ এলাকায় স্থানীয় বাসিন্দা রঘুনাথ শর্মার মৃত্যু হয়। গোটা মুসলিম গ্রামে একটিই মাত্র হিন্দু পরিবার। দীর্ঘ ৬০ বছর ধরে গ্রামে ছিলেন রঘুনাথবাবু। দীর্ঘদিন থেকে জটিল রোগে আক্রান্ত ছিলেন। মাঝে ক’দিন চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়া হয়, সেই সময়ও তাদের পাশে দাঁড়িয়েছিলেন এলাকার মুসলিম ভাইয়েরা। তাঁর মৃত্যুর পরও পাশে থাকলেন মুসলিম গ্রামবাসীরা। শ্মশান যাত্রা থেকে শেষকাজ অবধি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের।

এ বিষয়ে গ্রামের পঞ্চায়েত সদস্য ও তৃণমূল অঞ্চল সভাপতি রবিউল করিম বলেন, ‘আমরা দীর্ঘ ১০০ বছর যাবৎ এলাকায় বসবাস করি। এলাকার মধ্যে রয়েছে একটি মাত্র হিন্দু পরিবার। আমরা সবাই মিলে-মিশে থাকি। আর এই সহযোগিতা পেয়ে হিন্দু পরিবারের এক সদস্য রবি শর্মা বলেন, ‘শোকের মধ্যেও যথেষ্ট উৎসাহিত কারণ, আমি একটি মুসলিম এলাকায় থেকেও যে ভাবে তাঁদেরকে পাশে পেয়ে থাকি তা তুলনাহীন। এই ভাবেই আমরা চিরদিন থাাকতে চাই।’ এই ঘটনা ইতিমধ্যেই সাধারণ মানুষের নজর কেড়েছে।

About The Author